এম. পলাশ শরীফ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট- ৪,(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে বলেন, পুস্পমাল্য নেয়ার সময় এখন নয়। জাতির পিতার স্মৃতিস্তম্ভে বিজয়ের সকল পুস্পমাল্য অর্পিত করা হউক। সময় এসেছে এলাকার উন্নয়নে ৫ বছর জনগনের সেবক হয়ে কাজ করতে চাই।
সোহাগ বলেন, আমার পিছনে আপনাদের ছুটতে হবেনা, আমিই আপনাদের পিছনে ছুটবো।আমি এ মাটির সন্তান,তাই আমি আপনাদের চাওয়া পাওয়া অনুভব করি। এর আগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার বেলা ১১টায় নব্বইরশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বিজয় স্তম্ভ চত্তরে আয়োজিত বিজয়ের পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নৌকার বিজয়ী প্রার্থী এইচ.এম বদিউজ্জামান সোহাগ আরও বলেন, দলের
নির্দেশনা অনুযায়ী বিজয়ের মিছিল কোথাও হবেনা। সকল পেশায় নিয়োজিত মানুষ তার নিজ নিজ স্থান থেকে সঠিক দায়িত্ব পালন করার উদাত্ত¡ আহব্বান জানান। আওয়ামীলীগের নেতা কর্মীরা দলের শৃংখলা মেনে কাজ করবে। ইউনিয়ন জনপ্রতিনিধিরা তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, সহ-সভাপতি শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, সাবেক
চেয়ারম্যান এইচ.এম মাহমুদ আলী, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, চেয়ারম্যান শাহজাহান আলী খান, বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, রিপন হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম বাদশা, সাবেক চেয়ারম্যান শিকদার মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল কাদের, যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা বিজয়ী প্রার্থী আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান সোহাগকে পুস্পমাল্য ও ফুলের তোড়া দিয়ে অভ্যার্থনা জানান।
এমআই