জবি প্রতিনিধি : শিক্ষাব্যবস্থাকে ধ্বংস না করে বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কঠোর দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে জবি শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা।
তারা জানান, বিগত ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের সকল কিছু চলছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিবেন না। অনলাইনে নামমাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়, বিগত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আকাশপথ, নৌপথ, হাটবাজারসহ দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো বাধাবিঘ্ন ছাড়া। শুধু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়া গার্মেন্টস, শপিংমল সবকিছু খোলা রয়েছে। সেখানে করোনা নেই, শুধু বিশ্ববিদ্যালয়ে করোনা হয়? একটা জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণীকক্ষে কিন্তু জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমস, মাদকাসক্ত হয়ে পড়ছে। অনেক মেয়ে শিক্ষার্থীর বাল্যবিবাহের শিকার হচ্ছে। যেখানে গার্মেন্টস খোলা সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ? একজন শিক্ষার্থীর চেয়ে একজন গার্মেন্টস কর্মী বেশি সচেতন? সরকারের ও উপাচার্যের প্রতি আমাদের আবেদন হলো অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরকে ভাববেন না।
সময় জার্নাল/