মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
শরণখোলার পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩২ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ (শরণখোলা- মোরেলগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শহীদ বাদলের জামাতা জননেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা এমএ রশিদ আকন, শহীদ মনিরুজ্জামান বাদলের সহধর্মিনী শামীম আরা বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন প্রমূখ। বক্তারা শহীদ মনিরুজ্জামান বাদলের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান করা হয়। এর আগে শহীদ মনিরুজ্জামান বাদলের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প মাল্য অর্পণ করা হয় ।
প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদলকে গুলি করে হত্যা করে।
সময় জার্নাল/এলআর