শাহানা সিরাজীর দুটি কবিতা
ক.
কেউ আসে যায় কেউ
নিয়তির নীতি
সে নীতিতে তুমি দূরে
আমি কাছে ;
আমি আছি সবার মাঝে
ভূলোক- দ্যুলোক ছেড়ে
বহুদূর শান্ত নিথর পাথারে...
রাক্ষুসে সময় খায় গিলে পায়ে পায়ে
জন্মের রেখা
শূন্য মিলে শূন্যতা ঘিরে তাপসী তরুর ছায়া
বিরামহীন ঝরে আকাশের কিনার ঘেষে
পতিত তরুর মায়া
আহা! জলতরঙ্গ কৈলাশীনি দস্যু বনহুর -
বিশ্বজুড়ে চলছে খেলা অশরীরী আর্তনাদ
কেউ মরে কেউ মারে এ যেন বাঁচার আকুল নিনাদ!
খ.
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
মন ভালো করার জন্য ধুয়ে দিচ্ছে
আপন-পর সবার অন্তরের গ্লানি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
দরজা খোলা রেখেছি ছুঁয়ে যাও
ছিটেফোঁটা জল এখানেই একান্ত আমি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
অবিরত অনুরাগে জড়িয়ে নাও
ঘুমভাঙা ভোরের ডাক উজানী।
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
তাপিত বুকের কঠিন মাটি
তুলতুলে নরম খুঁড়বে সবাই জানি
আজ ঘুমুবে হাবিবুল্লাহ সিরাজী
তপ্ত দেহে শান্তির পরশ
কোথাও বেশী কোথাও কম নয়তো এমন
উদারাকাশ তলে জড় আর জীবে
একাকার মহামিলন মানি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি
আজ বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি।
সময় জার্নাল/আরইউ