এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে ভয়াভহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১৩ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে অগ্নিকান্ডে দোকানগুলো পুড়ে যায়। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, সংশ্লিষ্ট নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে প্রাথমিক তথ্যমতে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানিয়েছেন। তবে কিভাবে এ অগ্নিকাÐের সূত্রপাত হয়েছে তা সুনিদিষ্টভাবে এখন জানা যায়নি।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদার কাপড়ের দোকান, মোতালেবের কসমেটিক্সের দোকান, আয়নাল ময়রার মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আল আমিন দর্জির কাপড়ের দোকান, কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার ও ফরহাদের কসমেটিক্সের দোকান।
এ অগ্নিকান্ডের বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, অগ্নিকান্ডের বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া হবে।
সময় জার্নাল/এলআর