গহীনের ভালোবাসা।। মরিয়ম ইসলাম
মন গহীনে ভালাবাসা
না পাওয়ার বেদন নিয়ে অন্তর আত্মা জ্বলছে,
আর অনন্তকাল ধরে প্রহর গুনছে।
কবে পাবে পোড়া গন্ধ মাখা হৃদয়টা
সেই ভালোবাসার স্পর্শের ছোঁয়া,
স্পর্শ পেয়ে হৃদয়টা শীতল হবে সেই তপ্ত কায়া।
কালের পর কাল থাকবে আর কত ক্ষত বিমর্ষে,
সেই প্রতিক্ষার প্রহর আর কতকাল চলবে কত কর্ষে কর্ষে।
ভারী বর্ষণে যদি ধোয়া যেত দগ্ধ আত্মাটা,
তাহলে কিছুটা শীতল হতো রোদজ্বলা তপ্ত প্রকৃতির মত,
ধুয়ে যেত পোড়া হৃদয়ের যত ক্ষত।
তপ্ত প্রকৃতি প্রতি বর্ষণে হয় শীতল বারে বারে,
পোড়া হৃদয়টা পায় না ছোঁয়া সেই মেঘের বর্ষনের ধারে।
ধরা তার পোড়া হৃদয় বর্ষনে ধুয়ে শীতল হয়,
পোড়া হৃদয়টা পুড়ে পুড়ে হয় শুধু ক্ষয় আর ক্ষয়।
যতবার পোড়ে হৃদয় আমার ভিসুভিয়াসের অনলে,
ততবারই হৃদয়টা পরম পাওয়া সরল পথে চলে।
অজানা এক আশংকায় ভরে থাকে মন,
কখন জানি ভুল পথের হাতে হাত রেখে বদলায় চলার ধরণ।
ওহায়ও, ইউএসএ।
সময় জার্নাল/আরইউ