মোবাশ্বির আলমের দুটি কবিতা
ক.
কিছুই যাবোনা ভুলে,
নিবো না তুলে বিষের পেয়ালা।
যদি বাধ্য করো তবে
সামলানো কঠিন হবে,
আবেগের আগ্নেয়গিরি উঠবে জ্বলে,
আজ আমি নেই কোনো দলে কোন্দলে।
প্রাপ্তি নিয়ে বাঁচতে দাও
মনে করো, কিছুই রাখিনি মনে
ভুলে যাওয়ার মন্ত্রে দীক্ষিত করোনি?
উপেক্ষা আর বৈরিতার বিষাক্ত বাতাসে
এখন আমার ফুসফুসে দগদগে ঘা
বারুদ তৈরি অপেক্ষা কেবল আগুন-লাগা
খ.
কীভাবে লুকোবো বলো দায়
জীবনের ঋণ একাকী বেড়ে যায়।
ব্যাধিতে অধিক ক্ষতি কি হলো
মানুষই নাকি রক্ত চুষে নিলো?
ঘাতক হয়ে সময় আসে
স্বপ্নগুলো ক্রমে হয় ফ্যাকাশে।
অথচ যাত্রা থামেনা,
কমতে পারে প্রেরণা।
সমুদ্রে বাড়ে যদি জল
দিন কেটে হয় অনল!
৯ মাঘ ১৪২৭
সময় জার্নাল/আরইউ