মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি'র শ্রদ্ধা নিবেদন

সোমবার, জানুয়ারী ১৫, ২০২৪
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি'র শ্রদ্ধা নিবেদন

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: 

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রশীদুজ্জামান মোড়ল এমপি।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় এমপি রশীদুজ্জামান টুঙ্গিপাড়া পৌঁছে পাইকগাছা-কয়রার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনকের মা-বাবা সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জে‌লা আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ই‌ঞ্জি‌নিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি সহ কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল