মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের গ্রামের বাড়িতে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রেখিরপাড়া নিজ বাড়িতে আমানুল্লাহ কবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিসহ গ্রামবাসী।
এরপর সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, শাহজামাল, শেখ ফরিদ, সাকিব আল হাসান নাহিদ, ইমরান মাহমুদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর।
এসময় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের জীবনী তুলে ধরেন।
সাংবাদিক আমানুল্লাহ কবীর ডায়াবেটিক ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সময় জার্নাল/এলআর