এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে দরগাবাড়ি খাল নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে একটি মহল। আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান ও দুই সমাজ সেবকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে স্বোচ্চার এলাকাবাসী।
শনিবার বেলা ১ টার দিকে এ ঘটনার প্রতিবাদে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন ও মো. আল আমিন মীর। ইউনিয়নের খারইখালী ও পঞ্চকরণ দুটি ওয়ার্ডেসহ পার্শবতী ইউনিয়নে চলাচলে জন্য ২০১৭ সালে দরগা বাড়ির খালের ওপরে চেয়ারম্যানের সহযোগিতায় স্থানীয় সমাজ সেবক জাকির হোসেন ও আল আমিন মীরের আর্থিক অর্থায়নে স্বেচ্ছায় খালের ওপর নির্মাণ করা হয় বাঁধ। যার প্রেক্ষিতে জনগনের চলাচলের পথ সুগম হয়। এ ঘটনাটিকে ভিন্নখাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র মূলক একটি মহল ওই খালটি নিয়ে নোংরা রাজনীতি করছেন।
এ ইউনিয়নের দীর্ঘ ৪০ বছরের ৮বারের নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মজুমদার ও এলাকার সমাজ সেবককে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে দরগাবাড়ির খালের ওপর বাঁধের স্থানে ব্রিজ নির্মাণেরও দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন হাওলাদার, আব্দুল লতিফ হাওলাদার, খলিলুর রহমান খান, হাফিজা বেগম ও মোমেনা বেগম, শিক্ষক মো. আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা কাজী সরোয়ার হোসেন, আব্দুর রশিদ, মিল্টন হোসেন মিলু, কৃষকলীগ নেতা কামরুল ইসলাম মুন্সী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এমআই