মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বিশেষ সম্মাননা স্মারক পেল বাতিঘর আদর্শ পাঠাগার

শনিবার, জানুয়ারী ২০, ২০২৪
বিশেষ সম্মাননা স্মারক পেল বাতিঘর আদর্শ পাঠাগার

জোবায়ের আহমদ, টাঙ্গাইল থেকে:

পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পাঠাভ্যাস তৈরি ও শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাতিঘর আদর্শ পাঠাগার'কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। 

বুকওয়ার্ম-শুনবই লেখক সম্মাননা ২০২৪ ও বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশনের এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামানের হাতে এ বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল