ডিআইইউ প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬১ এবং ৬২ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ভবনের অডিটোরিয়ামে দুই ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এস এম সাজ্জাদ আহমেদ শোভন, কো-অর্ডিনেটর ওমর ফারুকসহ বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা বলেন, আমি বেশি কিছু বলবো না, শুধু এতোটুকু বলতে চাই ভালো শিক্ষার্থী হলেই চলবে না। একজন আদর্শ ভালো মানুষ হতে হবে। দক্ষ ইঞ্জিনিয়ার এর সাথে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রকাশ করতে হবে। প্র্যাক্টিক্যাল কাজে মনযোগী হতে হবে।
তিনি আরও বলেন, ডিআইইউ কোয়ালিটি এডুকেশন সরবরাহ করে। নিজেদের ভালো, দক্ষ শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তোলো।
এমআই