সময় জার্নাল রিপোর্ট : ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিতই থাকছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার জামিন স্থগিত থাকার পক্ষে আদেশ দেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্ত সাত আসামির জামিন স্থগিত করেন চেম্বার আদালত। জামিন স্থগিত হওয়া আসামিরা হলেন—গোলাম রসুল, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, জহুরুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম।
গত মঙ্গলবার ওই মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ সাতজনকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের করা আপিল নিষ্পত্তি করতে বলা হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। আদালত বাকি ১১ আসামির জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
সময় জার্নাল/আরইউ