এম. পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে শতভাগ মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এ বদিউজ্জামান সোহাগ। সোমবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদের উন্নয়ন-সমন্বয় ও আইন-শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচএম বদিউজ্জামান সোহাগ এমপি।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ- ই আলম বাচ্চু’র সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মুক্তিযোদ্ধা সংসদের সাকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, থানা ওসি মো. সামছুদ্দীন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ১৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নাগরিক সেবা সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনিক কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল দপ্তরের
দুর্ণীতি মুক্ত রাখার জন্য কর্মকর্তাদের ভূমিকা নিতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। এর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যসহ
উপজেলা প্রশাসন।
এমআই