সময় জার্নাল প্রতিবেদক : গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সেগুলো হলো- বাণিজ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
অপরদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সময় জার্নাল/এমআই