মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
মৃদু শৈত্যপ্রবাহের কারণে হাড় কাপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ দিনাজপুর। এ জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে গত বৃহস্পতিবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল বাতাসের প্রভাবে শীতের তীব্র বাড়ায় মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীগুলোও কাহিল হয়ে পড়েছে।
এদিকে প্রচন্ড শীতের কারণে দিনাজপুর জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আসাদুজ্জামান জানান, শুক্রবার (২৬ জানুয়ারি-২০২৪) দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে ঘন কুয়াশায় রাস্তা-ঘাট ঢাকা ছিল। ঘন কুয়াশার কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হয়েছে।
শীতের কারণে সন্ধ্যার পর পর রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়। সন্ধ্যার পর বিশেষ কোন প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হয় না। প্রচন্ড শীত থেকে বাঁচতে অসহায় ছিন্নমূল মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।
হাড় কাঁপানো কনকনে প্রচন্ড শীতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ফলে কাজ না পেয়ে অনেক খেটে খাওয়া মানুষকে চরম কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী আরো ৩/৪ দিন জেলায় এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সময় জার্নাল/এলআর