আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। নিহত এই ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু। শুক্রবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে হামলার পর এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু মানুষ এখনো বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।
এদিকে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্রসহায়তা চেয়েছে ইসরায়েল।
আরইউ