চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ন্যাশনাল বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াড।
দুই রাউন্ডের এই অলিম্পিয়াডের প্রথম রাউন্ড আগামী ৫ ফেব্রুয়ারি এবং ফাইনাল রাউন্ড ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বায়োইনফরমেটিক্স ল্যাব অব রিসার্চ অ্যান্ড ট্রেইনিং-এর উদ্যোগে ও চবির প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হবে।
অলিম্পিয়াডে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণরসায়ন, জেনেটিক্স, অণুবিজ্ঞান, ফার্মাসি, সাইকোলজি এ মৃত্তিকাবিজ্ঞানসহ জীববিজ্ঞান বিষয়ক যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রথম রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। যেখানে বায়োইনফরমেটিক্স ছাড়াও প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণরসায়ন, জেনেটিক্স, অণুবিজ্ঞান বিভাগ থেকে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। ফাইনাল রাউন্ডে জয়ী ১০ জন প্রতিযোগীকে সনদ ও ক্রেস্টসহ ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার দেওয়া হবে।
এর আগে বায়োপিসির উদ্যোগে প্রথমবারের মতো বায়োলজি ও বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াড আয়োজন করা হয় যেখানে প্রথম রাউন্ডে সারাদেশে থেকে প্রায় ৩০০০ শিক্ষার্থী অংশ নেন।
আরইউ