নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ৪৮ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২৮৫ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৩২৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঘানার আক্রা। ২৫২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা এবং ২৪২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে উগান্ডার কামপালা।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বর্তমানে শীতের কারণে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।
আরইউ