বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দিনাজপুরে আরও ২৩ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

রোববার, মে ৩০, ২০২১
দিনাজপুরে আরও ২৩ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৩ জনসহ এ পর্যন্ত ৫৭৭৩ জন আক্রান্ত হয়েছেন। 

নতুন ১৫ জনসহ জনসহ এ পর্যন্ত ৫৪৪৩ সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৫৭৭৩ জনের মধ্যে ৫৪৪৩ জন সুস্থ ও ১২৮ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ২০২ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা
পৌঁছেছে ৫৭৭৩ জনে। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলাতেই ২০ জন। এছাড়া বিরলে একজন, হাকিমপুরে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন। একই সময়ে নতুন আরো ১৫ জনসহ এ পর্যন্ত ৫৪৪৩ জন সুস্থ হয়েছেন। আর সদর উপজেলায় নতুন ৩ জনসহ এ পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার আক্রান্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ।

মোট আক্রান্ত ৫৭৭৩ জনের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশী ৩২৩৩ জন। এছাড়া বিরলে ৩৩৮, বিরামপুরে ৩৩৪ জন, বীরগঞ্জে ১৬৯ জন, বোচাগঞ্জে ১৫৬ জন, চিরিরবন্দরে ২৩৮ জন, ফুলবাড়ীতে ১৯৯ জন, ঘোড়াঘাটে ৯৩ জন, হাকিমপুরে ৯৭ জন, কাহারোলে ১৭২ জন, খানসামায় ১২৪ জন, নবাবগঞ্জে ১৫৬ ও পার্বতীপুর উপজেলায় ৪৬৪ জন।

মোট মৃত ১২৮ জনের মধ্যে সদর উপজেলায় ৬২, বিরলে ৭ জন, বিরামপুরে ৬ জন, বীরগঞ্জে ৬ জন, বোচাগঞ্জে ৫ জন, চিরিরবন্দরে ১১ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৪ জন, নবাবগঞ্জে ৩ জন ও পার্বতীপুর উপজেলায় ১০ জন। তবে জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ৩০১ টি সহ এ পর্যন্ত ৪৩০২০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৬১টিসহ এ পর্যন্ত ৪০২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৭৮ জনসহ ৩৩৬০২ জন কোয়ারেন্টাইন নেয়া হয়েছে এবং ৬৫ জনসহ ৩৩৫১৬ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। 

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৮ জন ও হাসপাতালে ৩৪ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল