সাইদ আহম্মদ, বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে প্রথমবারের মতো আয়োজিত অনুষদীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে এএসভিএম -১১ব্যাচ । এএসভিএম -৯ব্যাচের বিপক্ষে পূর্ণ সময় গড়িয়ে ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে শিরোপা নিশ্চিত করে দলটি।
মঙ্গলবার (৩০ ফেব্রুয়ারি) শেকৃবি সেন্ট্রাল মাঠে সময় ৪.৩২ মিনিটে শুরু হয় খেলাটি । মাঠে উপস্থিত ছিলেন অনুষদটির ছাত্র সমিতি 'বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ভাসা)'সহ সভাপতি ডা:রাহত মোল্লা ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ এবং এনাটমি ,হিস্টোলজি এন্ড ফিজিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল মাসুম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
খেলা শুরুর প্রথমার্ধে ছন্নছাড়া ছিলো এএসভিএম -১১ব্যাচ অন্যদিকে বেশ আক্রমণাত্মক খেলছিলো এএসভিএম -৯ ব্যাচ । ফলে এএসভিএম -৯ ব্যাচ বেশ কয়েকটি আক্রমণ করলেও তা এএসভিএম -১১ ব্যাচের গোলরক্ষক ও ডিফেন্সের কাছে আটকে যায়।এতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর তার আপন ছন্দে ফেরে এএসভিএম -১১ব্যাচ। একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিপক্ষের দিকে কিন্তু সব আক্রমন ঠেকিয়ে দেয় এএসভিএম -৯ ব্যাচের গোলরক্ষক।ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় খেলা । পরবর্তীতে ট্রাইবেকারে ৪-২গোলে জয় লাভ করে এএসভিএম -১১ ব্যাচ ।
এ নিয়ে এনাটমি হিস্টোলজি এন্ড ফিজিওলজি ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং এএসভিএম -১১ ব্যাচের ফুটবল টিমের মেন্টর অধ্যাপক ড. আব্দুল মাসুম বলেন ,এ এক অন্য রকম এক অনুভূতি ।চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। আমাদের খেলাতে কিছু ভুল ছিলো আমরা আশা করি আমরা তা সামনে কাটিয়ে উঠব ।
এমআই