বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক:
মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে এবার ইম্পিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।
এমডিপি পার্লামেন্টারি গ্রুপের ডেপুটি লিডার আন্ধুন হুসেন টেলিফোনে দ্য হিন্দুকে জানিয়েছেন, সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে।
মালদ্বীপের মন্ত্রীদের অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে, ভারতীয় সোশ্যাল মিডিয়ায় "বয়কট মালদ্বীপ" আহ্বান এবং প্রেসিডেন্ট মুইজ্জুকে অপসারণের জন্য নয়াদিল্লিতে ১৫ মার্চের সময়সীমা জারি করার প্রেক্ষাপটে নতুন এই ঘটনা সামনে এলো।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে। ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে, সেই নিয়ে সরব বিরোধীরা। এহেন পরিস্থিতিতে রবিবার গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল দ্বীপরাষ্ট্রটির সংসদে।
এর মধ্যেই রবিবার মালদ্বীপের পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দেয়। মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদদের সঙ্গে শাসকদল পিপলস ন্যাশনাল কংগ্রেস ও শরিক প্রগেসিভ পার্টি অফ মালদ্বীপের এমপিদের তুমুল হাতাহাতি হয়। চুল ধরে টানা, সপাটে ঘুসি, মাটিতে ফেলে পা ধরে টেনে নিয়ে যাওয়া- কিছুই বাদ যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এমপিরা স্পিকারের চেয়ারের কাছে জড়ো হয়েছেন এবং শারীরিক লড়াইয়ে লিপ্ত হয়েছেন। কান্দিঠেমুর সাংসদ আবদুল্লাহ হাকিম শাহীম ও কেন্দিকুলহুধুর সাংসদ আহমেদ ইসার মধ্যে বাকবিতণ্ডার সময় দুই সংসদ সদস্য চেম্বারের কাছে পড়ে গেলে শাহীম মাথায় আঘাত পান। এই বে-নজির ঘটনার পরই মুইজ্জুর সরকারের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় এমডিপি।
ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য একটি অনাস্থা প্রস্তাব আনবে তারা। এর জন্য যতগুলো স্বাক্ষরের প্রয়োজন ইতিমধ্যে সব স্বাক্ষর জোগাড় করে ফেলেছে বিরোধী দল। শীঘ্রই পার্লামেন্টে পেশ করা হবে প্রস্তাব।
সময় জার্নাল/এলআর