বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪
খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
রামুর দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড়ে অবৈধ বিদেশি মদসহ রামুর দুই যুবককে আটক করলো পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে মতে, ৩০ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরের নেতৃত্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের নায়েক রাশেদ, পুলিশ সদস্য নারায়ন চন্দ্র এবং গিয়াস উদ্দিন ঈদগড় বদরমোকাম এলাকায় একটি সিএনজি নং (কক্সবাজার-থ-১১-৮৩১৭) তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতরে অভিনব কায়দায় দুইটি বস্তায় নেওয়া বিপুল পরিমাণ বিদেশী মদ সহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো, রামুর কচ্ছপিয়া
ইউনিয়নের নতুন তিতারপাড়ার আবুল হাসেমের পুত্র রিদুয়ান হোসেন হৃদয় (১৮) ও একই উপজেলার গর্জনিয়ার ক্যাজর বিলের মফিজুল আলমের পুত্র শহিদুল ইসলাম (২০)।
তবে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রামুর গর্জনিয়া থেকে অবৈধ বিদেশি মদগুলো ঈদগাঁও নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।
বিদেশি মদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির।
সময় জার্নাল/এলআর