রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর উপজেলায় গাঁজার গাছ সহ ১ জনকে আটক করেছে জামালপুর র্যাব ১৪ এর একটি দল।
বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।
অভিযানে সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সিদ্দিক আলী(৫০) বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।এসময়ে সিদ্দিক আলীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার গাছটির আনুমানিক মূল প্রায় ১৫ হাজার টাকা।
গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব।
আটককৃত সিদ্দিক আলীর পিতার নাম মৃত সাদেক আলী।তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সিদ্দিক বিভিন্ন জায়গা থেকে গোপনে গাঁজার গাছ সংগ্রহ করে মাদক ব্যবসা করতেন।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জামালপুর র্যাব-১৪ এর একটি দল গাঁজার গাছ সহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকো কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
এমআই