আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করতে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। ‘সমস্ত লক্ষ্য অর্জন’ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করার শপথ নিয়েছেন তিনি।
একটি চুক্তিতে পৌঁছাতে বন্দীদের পরিবার এবং জনসাধারণের চাপের মধ্যে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করবো না এবং হাজার হাজার সন্ত্রাসীকে মুক্তি দেব না।’
হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী কাতার ও মিসর সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, আলোচনাকারীরা একটি চুক্তির বিষয়ে এগিয়েছে। এর মধ্যে রয়েছে দুই মাসের মধ্যে বাকি বন্দিদের পর্যায়ক্রমে মুক্তি এবং গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া।
এমআই