জেলা প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আগামীকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ। থাকছে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা।
ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, তুরাগ তীরে ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে চলছে ধর্মীয় বয়ান। খিত্তায় খিত্তায় অবস্থান নিয়ে মুসল্লিরা বয়ান শুনছেন। তাবলীগ জামাতের ৬ উসুল ঈমান, নামাজ, ইকরামুল মুসলিমীনসহ নানা ধর্মীয় বয়ান করছেন দেশ বিদেশের তাবলীগের শীর্ষ মুরুব্বিরা।
রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, ইজতেমায় মূল বয়ান উর্দূতে হলেও অংশ নেওয়া বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর।
সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর। এছাড়া ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা তৈরি করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের তাশকিলের কামরায় নিয়ে তালিকাভুক্ত করা হবে। পরে কাকরাইল মসজিদের তাবলীগের মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তাবলীগ কাজে পাঠানো হবে।
এদিকে, আখেরি মোনাজাতে তাবলীগ জামাতের অনুসারী মুসল্লি ছাড়াও গাজীপুর, ঢাকা, সাভার, নরসিংদীসহ আশেপাশের জেলার সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এমআই