সময় জার্নাল প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামিকাল ঘন্টাব্যাপি অবরোধ কর্মসূচি পালন করবে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
"অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন" আন্দোলনের সমন্বয়ক তিতুমীর কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সুমন সময় জার্নাল কে বিষয়টি নিশ্চিত করেন।
নূর মোহাম্মদ সুমন বলেন, ১লা জুন 'অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে আমরা শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে আল্টিমেটাম দিয়েছিলাম। তবে তিনি আমাদের দাবী কর্ণপাত না করে নিজের দায়সারা মন্তব্য করে সময় জ্ঞাপন করে যাচ্ছেন।
তাই আমরা ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা(ঢাবি,সাতকলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়,জবিসহ ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সহপাঠীরাসহ) একযোগে আমাদের আল্টিমেটাম অনুযায়ী, আগামী ১লা জুনে শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামিকাল সকাল ১০টায় নীলক্ষেত মোড়ে ঘন্টাব্যাপি অবরোধ কর্মসুচি পালন করবো।
সময় জার্নাল/এমআই