সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ও নিপীড়নমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা জেলা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন আয়োজিত হয়।
মানববন্ধনে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ঘৃণ্য ও জঘন্য অপরাধে দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ধর্ষণের মতো জঘন্য অপরাধে দোষীদের ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; মেয়াদোত্তীর্ণ সকল শিক্ষার্থীকে হল থেকে বের করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে হবে ও গণরুম- গেস্টরুমের সম্পূর্ণ বিলুপ্তি ঘটাতে হবে; ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘটিত সকল নিপীড়নের ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করতে হবে।
জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষকের কোন দল নেই, কোন সমাজ নেই। ধর্ষক আর ছাত্রছাত্রী একসাথে বসবাস করতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে ধর্ষকের কোনো ঠাঁই নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে এইজন্য প্রয়োজনে এবং সকল শিক্ষার্থীদেরকে সোচ্চার থাকতে হবে। যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন তারা সংযত হয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী আইনশৃঙ্খলা অনুযায়ী নিয়ম কানুন বজায় রাখবেন। যাদের শাস্তি এখনো হয়নি তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনকে জোর দাবি জানাই।
সংগঠনের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ৩১৭ নং কক্ষে টর্চার টর্চার সেলে ব্যক্তিকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে এর জন্য আমি ধিক্কার জানাই। পাশাপাশি ও বলতে চাই এই ধরনের ঘটনা যেন বিশ্ববিদ্যালয় না ঘটে এর জন্য বিশ্ববিদ্যালয় প্রাসনকে দোষীদের শাস্তির আতা নিয়ে আসার জন্য করার জন্য জোর দাবি জানাই।
মানববন্ধন শেষে সকাল ১১ টায় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সভাপতি শাহাবদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। নেতৃবৃন্দের হাত থেকে উপাচার্য এসময় স্মারকলিপি গ্রহণ করেন ও অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এমআই