সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দাবি আদায়ে এবার উপাচার্যের অফিসের মেঝেতে বসে আন্দোলন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। রবিবার (১১ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপাচার্যের অফিসে প্রবেশ করে সেখানে অবস্থান নেন তারা। তবে উপাচার্য তার কক্ষে নেই বলে জানা গেছে।
জানা যায়, চতুর্থ দিনের মতো আজ সকাল ৯ টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। পরে সকাল ১১টায় তাদের দাবিসমূহ আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য উপাচার্যের সাথে দেখা করতে তার কার্যালয়ে যান।
এসময় উপাচার্য বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। তখন কর্মকর্তারা এতে অসম্মত হন এবং তাদের দাবিসমূহ সিন্ডিকেটের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত উপাচার্যের অফিস ত্যাগ না করার ঘোষণা দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মকর্তারা এখনও উপাচার্যের কার্যালয়ে অবস্থান করছেন। এবং উপাচার্য তারা কার্যালয়ের সভাকক্ষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে গুচ্ছ নিয়ে মিটিং করছেন বলে জানা গেছে।
সময় জার্নাল/এলআর