সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ চলছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পরে ভোটগ্রহণ শেষে বেলা একটায় ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনকে ঘিরে টিএসসিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই প্রার্থী, ভোটার, সাংবাদিক, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে টিএসসিসি মুখর হয়ে ওঠে।
নির্বাচন কমিশনের তথ্য মতে, নির্বাচনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রার্থীরা হলেন, সংগঠনটির দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ) ও কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো)। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিব হোসেন (বাংলাদেশ প্রতিদিন) ও ক্রীড়া সম্পাদক আজাহারুল ইসলাম (জনকন্ঠ)।
জানা যায়, ফল ঘোষণা শেষে দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
সময় জার্নাল/এলআর