নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশসহ বিভিন্ন দেশে পেঁয়াজ রফতানি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল ভারত, তা উঠিয়ে নিচ্ছে দেশটি। সীমিত আকারে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে প্রতিবেশী দেশটি থেকে বাংলাদেশে পেঁয়াজ আসার পথ আবার অবারিত হলো।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রীদের কমিটি পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এই কমিটি তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ রফতানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রফতানির কথা রয়েছে।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কিত বিভিন্ন শর্তাবলির বিষয়ে আগামী দুই-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, রফতানি বন্ধ করে দেওয়ায় গুজরাট ও মহারাষ্ট্রে পেঁয়াজের বিশাল মজুদ জমে যায়। ফলে দেশটি বাধ্য হয় আবারও পেঁয়াজ রফতানি শুরু করতে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্রের কৃষকেরা। তাদের আশা এর ফলে আন্তর্জাতিক বাজারে দাম পাওয়া যাবে নিত্যপণ্যটির।
এমআই