সময় জার্নাল ডেস্ক :
হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন করেছেন রনধীর চন্দ্র দাশ। ইসলামের শীতল ছায়ায় এসে নতুন নাম পছন্দ করেছেন আব্দুল্লাহ।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ২নং গৌরারং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পার্শ্ববর্তী নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
১ মার্চ স্থানীয় মাওলানা সৈয়দ আহমদ এর মাধ্যমে কালেমা তাইয়্যেবা পাঠ করে মুসলমান হয়েছেন আব্দুল্লাহ।
ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে আব্দুল্লাহ (রনধীর চন্দ্র দাশ) বলেন, ইসলাম ধর্মের লোকজনের সঙ্গে মেলামেশা, চলাফেরা এবং বিভিন্ন স্থানে আলেমদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনে ইসলাম ধর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। এরই ফলশ্রুতিতে বাপ-দাদার ধর্ম ছেড়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
এরআগে, তাঁর স্ত্রী-পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সময় জার্নাল/ ইএইচ