সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
সনাতন বিদ্যার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নৈতিক দাস জনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সঞ্জয় কুমার। এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী সুমন কুমার সরকার। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনটির সদ্যসাবেক সভাপতি তমাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস বাপি এবং সনাতন বিদ্যার্থী, বাংলাদেশ এর সভাপতি শ্রীকুশল বরণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রীসুমন কুমার দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন গোবিন্দ্র চন্দ্র, সিজেন সরকার, রনি চন্দ্র, লক্ষ্মী রানী রায়, সবুজ কুমার জোয়াদ্দার, পলেন চন্দ্র আচার্য, অর্পিতা বসাক পূজা।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন তাপস সরকার, পূজা রায়, অনুপ সরকার দীপ, পপি হালদার, আশীষ বসাক, বিজয় বসু, অর্পিতা চন্দ তিথি।
সহ- সাংগঠনিক সম্পাদক পদে আছেন তৃপ্তি বর্মণ, অনুপম মোদক, দীপন মন্ডল, দীপক চন্দ্র রায়, প্রীতি রানী, অন্তর ঘোষ, সুমিত্রা রায়, মহেশ চন্দ্র রায়।
কোষাধ্যক্ষ পদ পেয়েছেন তুষার শিকদার, সহ- কোষাধ্যক্ষ পদে অর্পিতা সাহা, তরুণ চন্দ্র রায়।
ধর্মচক্র সম্পাদক রিপন মন্ডল, সহ-ধর্মচক্র সম্পাদক পদে স্বদীপ চন্দ্র রায়, অনন্যা সুমা রায়, জ্যোতি দেবনাথ।
দপ্তর সম্পাদক পদে কনক দাস, উপ-দপ্তর সম্পাদক শিমুল রায়, দীপান্বীতা রায় সূচনা, সুফল কুমার সরকার, গৌরাঙ্গ দাস।প্রচার ও প্রকাশনা পদে গৌতম কুমার চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তন্ময় কীর্তনীয়া, অষ্টমী রানী, অঙ্কুর সাহা।
গ্রন্থাগার বিষয়ক পদে সঞ্জু মল্লিক পূরবী সরকার তৃপ্তি, উপম মজুমদার, প্রিয়াংকা রায়, সহ-প্রন্থাগার বিষয়ক পদে জয় ভুষণ কর, সুমন সরকার, সৌরভ কুমার সাহা, অর্পিতা সরকার। সাংস্কৃতিক সম্পাদক পদে সুমন রায়, প্রীতি পাল, ভাগ্যলতা রায়, সহ- সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ত্রী তালুকদার তিশা, টিটু চন্দ্র মিস্ত্রী, অথৈ বড়াল পূর্ণা, বিশ্বজিৎ ধর রুদ্র, উর্মি চক্রবর্তী, পিয়াস কুমার, অর্পিতা পাল, সাগর রায়,দীপান্বিতা চক্রবর্তী।
বৈদিক কর্মশালা বিষয়ক সম্পাদক পদে জায় প্রকাশ মন্ডল, মিঠু রানী কুন্ডু, প্রিয়াংকা দাস চৈতি, সৌরভ দাস, সহ-বৈদিক কর্মশালা বিষয়ক সম্পাদক পদে শরন চন্দ্র দাস, জীবেশ পান্ডে, রিতু ঘরামি, নিবেদিতা মন্ডল, অজয় কুমার পাল, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সুকর্ণা কুন্ডু জবা, অজয় মাহাতো, সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক বিজয় দত্ত, নয়ন মনি রায়, গৌরব সাহা, বিধান পাল, রাজীব চন্দ্র কর, সজল দাস।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে প্রিল রায়, কণা শর্মা, মিঠুন রায়, প্রীথীকা দাশ, দীপক হালদার, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পিয়াস কুমার, আদর্শ রায়, জয়িতা মজুমদার, হৃদয় রায়, মনীষা সাহা, অনন্যা অধিকারী, মনীষা সরকার, ভ্রমন ও পর্যটন বিষয়ক সম্পাদক পদে শোভন বসাক, সজীব বর্মণ আকাশ, বিজয় দত্ত, মৌমিতা দাস, সহ-ভ্রমন ও পর্যটন বিষয়ক সম্পাদক পদে অভি বর্মণ, হৃদয় সরকার গৌড়, পূজা সাহা, তৃণা ভট্টাচার্য, প্রতিভা আচার্য।
ক্রীড়া বিষয়ক সম্পাদক লিখন চন্দ্র রায়, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন সরকার, অতসী সাহা, পরিবেশ বিষয়ক সম্পাদক দূর্জয় দেবনাথ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ধ্রুব রায়, কাজল দেবনাথ, হৃদয় সাহা, বৈশাখী মিত্র, অনন্যা পাল।
এমআই