জাহিদুল ইসলাম. রাবি প্রতিনিধি:
'যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল' স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলয বিতর্ক পাঠশালা ৯ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব–২০২৪।' আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সোহরাওয়ার্দী হল শাখার বিতর্ক কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. আল-আমিন।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির এবারের বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হলসহ রাজশাহী অঞ্চলের মোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে। আগামী ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি আরও বলেন, আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান–উল–ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।
আজ (২২ ফেব্রুয়ারি) থেকেই এ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ১ হাজার টাকা ফি দিয়ে রেজিষ্টেশন সম্পন্ন করতে হবে। যা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত।
সম্মেলনের সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি মো. আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ–সভাপতি বাপ্পী হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল ইসলাম, পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু সাঈদ এবং সহ–কোষাধ্যক্ষ জাহিনুর ইসলাম প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে আছে জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্লাটফর্ম Enlish Moja, REW PUBLICATIONS ও 'বণিক'। মিডিয়া পার্টনার হিসেবে আছে খবরের কাগজ, তর্কজাল ও RU INSIDERS।
প্রসঙ্গত, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ তেরো বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে।
এমআই