সময় জার্নাল প্রতিবেদক : সাতক্ষীরায় নন্দিনী নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বিকাশ চৌধুরীর একমাত্র মেয়ে।কয়েকদিন পর নন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যে তার ফেসবুক আইডি হ্যাক করে কে বা কারা নানান ধরনের বাজে লেখা পোস্ট করেছে। একারনেই নন্দিনী আত্মহত্যা করেছে।
জানা যায়, গত বছর নভেম্বর মাসের ৯ তারিখে দৈনিক এক পত্রিকায় এমন একটি খবরের সূত্র ধরে সিআইডি সাইবার পুলিশের মনিটরিং টিম ঘটনার দিকে নজর রাখেন। সিপিসির বিশেষ টিম ফেসবুক কর্তৃপক্ষ, মোবাইল অপারেটর, ঘটনার সাথে সংশ্লিষ্ট লোকজনের সাথে যোগাযোগ সম্পৃক্ত করেন। ভিকটিম নন্দিনীর হ্যাকড হওয়া ফেসবুক আইডি বিশ্লেষণ করেন। প্রাপ্ত তথ্যে সাইবার টীম চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকা থেকে সৌরভ দাস গুপ্ত (২১), পিতা-সুবীর দাশগুপ্ত, -রাউজান, চট্টগ্রামকে গ্রেফতার করেন।
সৌরভ দাস গুপ্তকে ব্যপক জিজ্ঞাসাবাদ এবং নানা বিষয়ে তথ্য সংগ্রহ করে জানা যায়, নন্দিনীর সাথে সৌরভের পরিচয় ফেসবুকে। চ্যাটিং এর সূত্র ধরে ঘনিষ্ঠ হয় তারা এবং একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। এক বছরের মাথায় নন্দিনীর আচরণে পরিবর্তন খেয়াল করে সেৌরভ। সৌরভের সাথে যোগাযোগ কমিয়ে দেয় নন্দিনী। সৌরভ মনে করে নন্দিনী অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে।
সৌরভ পরিকল্পনা করে নন্দিনীর ফেসবুক আইডি হ্যাক করার। ফেসবুক আইডি হ্যাক করে তার ধারনার সত্যতা পায়। সৌরভ নিশ্চিত হন নন্দিনী তার সাথে প্রতারণা করেছে। সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং নন্দিনীকে চরম শিক্ষা দিতে ব্যস্ত হয়ে পরে। হ্যাকড হওয়া ফেসবুক আইডি সৌরভ নিয়ন্ত্রণে নিয়ে নন্দিনীর আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের অন্তরঙ্গ ছবি ভিডিও পাঠান। একপর্যায়ে সৌরভ নন্দিনীর এক বন্ধুকেও তার বাসায় পাঠিয়ে নন্দিনীকে ভয় হুমকি দেন। চরম মানসিক যন্ত্রণায় নন্দিনী সে রাতেই আত্মহত্যা করেন।
চট্টগ্রাম থেকে সৌরভ দাস গুপ্তকে গ্রেফতারের সময় তার নিকট নন্দিনীর ফেসবুক আইডি লগ-ইন অবস্থায় পাওয়া যায়। ঘটনার সত্যতা স্বীকার করে সৌরভ আদালতে জবানবন্দি দিয়েছেন আজ।
সময় জার্নাল/