মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন-‘গত ২০০৮ এর পরে ২০১৪ ও ১৮ সালে যে নির্বাচন হলো, আমি আত্ম তৃপ্তি পাই নেই এই নির্বাচনে। কারন, আপনারা অনেকেই ভোট দিছেন আবার অনেকেই অন্য মানুষ দিয়ে ভোট দেওয়াইছেন। কত কিছু করছেন। এটাতে আত্মতৃপ্তি পাওয়া যায় না। ’
রোববার বিকালে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
এসময় মন্ত্রী আরো বলেন- ‘আমি যে ভালো নাকি মন্দ আমার জাজ আমিই করবের পাইতাছি না। আমি আত্মতৃপ্তি পাই নাই। আল্লাহ এই ভোট টা শান্তি মতো করাইছে। ২০০৮ এ যে রকম ভোট হয়ছিলো। এইবারও ওই রকম ভোট হয়েছে।’
এর আগে মন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন-‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক থাকবো না। আশা করি ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা নৌকা প্রতীক ছাড়া দেখবেন। আওয়ামী লীগের কে দাড়াবে, দাড়াক, বিএনপির কে দাড়াবে, দাড়াক, জাতীয় পার্টির কে দাড়াবে, দাড়াক। কমপিটিশন হবো। ওই টাই তো নির্বাচন। খেলায় তো ওইটে। সবই যদি আমিই পায়। তাহলে খেলা কিসের?’
চর গেয়ালীনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরভক্ত দুদু মোল্লা। সাধারন সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ৫ জনকে বিশেষ অতিথি করা হয়। কর্মী সমাবেশে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটি শুরু হয় ৪টার দিকে এবং শেষ হয় ৬টার দিকে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম মন্ত্রীর এমন বক্তব্য শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় শ্রোতাদের মাঝে।
তবে এসব বিষয়ে ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলালের মোবাইল ফোনে একাধিক বার কল করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সময় জার্নাল/এলআর