শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আটক

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৪
দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আল-আমিন (৩০) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া ( ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটককৃত আল-আমীন চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের আব্দুল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম  একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।  

আল-আমীন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা।

জামালপুর (ডিবি-২) ইনচার্জ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করেন। তাদের কাছ থেকে পাঁচ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল-আমীন নিজেকে একজন ট্রেন চালক বলে পরিচয় দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল