ইবি প্রতিনিধি:
“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে পরিসংখ্যান বিভাগ।
র্যালিটি পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবনটির সামনে গিয়ে শেষ হয়। এসময় র্যালিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মাহাবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান মোল্লা ও প্রভাষক সুমন বিশ্বাসসহ বিভাগটির শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে নানা বন্ধুর পথ পাড়ি দিয়ে দেশের পরিসংখ্যান ব্যবস্থা বর্তমানে শক্ত ভিতের উপর দাড়িয়ে আছে। পরে সর্বশেষ ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। সেই হিসেবে দেশে এবার চতুর্থবারের মতো জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
এমআই