এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবে ভূমি অফিসের সার্ভেয়ারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে এ মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) অফিসের সদস্য বিদায়ী সার্ভেয়ার মো. শহিদুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ভূমি আইন সর্ম্পকিত বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ।
বিদায়ী সার্ভেয়ার শহিদুল ইসলাম এ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) অফিসে ২০২১ সালে ১ নভেম্বর সার্ভেয়ার হিসেবে যোগদান করে দীর্ঘ ২ বছর ৩ মাস ওই পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৫ ফেব্রæয়ারি তার বদলী হয় ফকিরহাট থানায়।
এ সময় বিদায়ী সার্ভেয়ারকে প্রেসক্লাব নেতৃবৃন্দ একটি ভূমি আইনের বই উপহার প্রদান করেন।
সময় জার্নাল/এলআর