নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত পরামর্শ ও সহায়তার জন্য কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার গাংনী উপজেলা ইউনিট এর আয়োজনে ফ্রি এডুকেশন ওয়ার্কশপ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২ জুন, বুধবার, সকাল দশটায় মেহেরপুর জেলার গাংনী দি হাঙ্গার প্রজেক্ট এরিয়া অফিসে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ। বিশেষ আলোচক ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক রিপন আলী, মো. আব্দুল জলিল, কৃষি বিভাগের শিক্ষক উম্মে হানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর গাংনীর আঞ্চলিক সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন।
এসময় স্বাস্থবিধি মেনে উপস্থিতি ও শিক্ষার্থীদেরকে করোনা প্রতিরোধে সচেতনতা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্যারিয়ার প্ল্যানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সময় জার্নাল/এমআই