সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হলের সামনের জিয়া মোড় সংলগ্ন রাস্তায় গতিরোধক স্থাপনের দাবি জানিয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতির কাছে আবেদন জমা দেওয়া হয়েছে৷ রোববার (৩ মার্চ) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি এ আবেদন জমা দেন।
আবেদনপত্রে বলা হয়, ‘সাদ্দাম হোসেন হলের সামনে জিয়া মোড় সংলগ্ন রাস্তাটি বিশ্ববিদ্যালয়ের একটি ব্যস্ত সড়ক। সারা দিনব্যাপী রাস্তাটি শিক্ষার্থীদের পদচারণায় ব্যস্ত থাকে। কিন্তু এই রাস্তায় কোন গতিরোধক না থাকায় বিভিন্ন সময় অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়। উচ্চগতিতে চলমান বাইক সমূহ শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায়। অনতিবিলম্বে এই রাস্তায় গতিরোধক নির্মান করা এখন সময়ের দাবি।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আবেদনপত্র হাতে পেয়েছি। শেষ সময়ে দেওয়ায় তা পড়ার সুযোগ হয়নি। অন্যান্য প্রভোস্টরা, প্রকৌশলীরা কি মত দেয় দেখি। গতিরোধকের আসলে প্রয়োজন আছে কিনা, অন্যখাতে ব্যবহার হবে কিনা সেটা আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। সবকিছুরই তো আসলে একটা সুবিধা অসুবিধা থাকে।
এমআই