আবদুল্লাহ কাদের মালদ্বীপ:
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এর পক্ষ হতে মালদ্বীপে কারাগারে বন্দি প্রবাসী বাংলাদেশীদের জন্য পরিধেয় বস্ত্র প্রদান করা হয়েছে।
মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত মালদ্বীপ কারেকশনাল সার্ভিসের প্রধান কার্যালয়ে হাইকমিশনের পক্ষ হতে কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ কারেকশনাল সার্ভিসের প্রতিনিধির নিকট উক্ত বস্ত্র হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন হাইকমিশনারের মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
উল্লেখ্য কিছুদিন পূর্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের মাফুসী কারাগার পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে প্রবাসী বাংলাদেশী বন্দিরা বস্ত্র প্রদানের জন্য অনুরোধ জানান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তহবিল হতে উক্ত বস্ত্র (লুঙ্গি, গামছা, গেঞ্জি, টুপি ইত্যাদি) প্রদান করা হয়েছে।
সময় জার্নাল/এলআর