নোবিপ্রবি প্রতিনিধি
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, বেলুন উড়ানো,ক্রীড়াবিদদের শপথ গ্রহণ,মার্চ পাস্ট ও অভিবাদন প্রদানসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৬ মার্চ ২০২৪) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর নোবিপ্রবিতে বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয় যেন নোবিপ্রবি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলেই এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে। এতে পড়াশোনার পাশাপাশি চিত্ত বিনোদনের ক্ষেত্র তৈরি হয়। তরুণ প্রজন্ম খেলাধুলায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে এই প্রত্যাশা করি। একইসঙ্গে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতার সাথে জীবনযাপন করতে হবে। তবেই একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব।'
আরইউ