সময় জার্নাল প্রতিবেদক: হল-ক্যাম্পাস না খুলে পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে, ৬ মে থেকে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামিকাল অবরোধ কর্মসূচি পালন করবে সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
"অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন" আন্দোলনের সমন্বয়ক তিতুমীর কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সুমন সময় জার্নাল কে বিষয়টি নিশ্চিত করেন।
নূর মোহাম্মদ সুমন বলেন, হল-ক্যাম্পাস না খুলে পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, ৬ জুন থেকে ক্যাম্পাস খোলার দেয়ার দাবিতে আগামিকাল সাত কলেজের শিক্ষার্থীরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার; একদফা একদাবী নিয়ে সকাল ১১টায় নীলক্ষেত মোড় অবরোধ করবো।
সময় জার্নাল/এমআই