ইবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৭ মার্চ) রবীন্দ্র নজরুল কলা ভবন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলে। এতে ৫৪ জন ছাত্রলীগকর্মী রক্তদান করেন। দানকৃত রক্তগুলো রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে রাখা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি।
এদিকে দিবস উপলক্ষে গতকাল জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারটি পরিষ্কার করে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। এবং আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এবং স্মৃতিসৌধে পরিচ্ছন্নতা অভিযান চালান তারা। এছাড়া বিকাল ৩টায় সাদ্দাম হোসেন হলের টিভি কক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং বিতর্ক শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং পুরাতন শহীদ মিনারে এখানে শিবিরের সাথে মারামারিতে আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আমরা এই রক্তদান কর্মসূচি পালন করেছি। এর আগে সকালে আমরা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করি। এবং বিকালে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আজকের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের দিবস উদযাপন শেষ হবে।
আরইউ