দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের রঘুনাথপুরে জীবনের জলসাঘর সংগীত একাডেমির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় মোড়ে জলসাঘরের অস্থায়ী কার্যালয়ে এর উদ্বোধন করেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস (খোকন)।
এ সময় অন্যানের মধ্য বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক দুলাল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ কেন্দ্রিয় কালিবাড়ী কমিটির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রমেন্দ্রনাথ বসু, বিশিষ্ট নাট্যকার ও যাত্রা অভিনেতা দেবজ্যোতি বিশ্বাস, প্রভাষক মানবেন্দ্র বিশ্বাস মনু, রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সভাপতি অসীম বিশ্বাস, প্রাক্তন শিক্ষক সুষেন চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট সংগীত শিল্পি নিত্য গোপাল ঠাকুর, জ্যোতিষ বিশ্বাস, সুকান্ত মন্ডল, সুবাস বিশ্বাস, ডা. শংকর মালাকার প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী ও সমাজ সেবক সুনীল বসু। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমীর ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
জলসাঘর সংগীত একাডেমির অধ্যক্ষ, বিটিভির নিয়মিত সংগীত শিল্পি ও প্রভাষক মাহানামব্রত দীপ বলেন, অপসংস্কৃতি রোধে সুষ্ঠু সংস্কৃতি চর্চায় আগামী প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।
গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই। পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জলসাঘর সংগীত একাডেমির নিয়মিত শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
সময় জার্নাল/এলআর