সময় জার্নাল ডেস্ক : বেসামরিক নাগরিকদের হতাহত এড়াতে সিরিয়ায় মার্কিন হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, সিরিয়ায় মার্কিন বিমান বাহিনীর হামলার স্থলে এই এলাকায় একজন নারী ও শিশুকে দেখা যাওয়ার প্রেক্ষিতে সেখানে দ্বিতীয় লক্ষ্যবস্তুতে বিমান হামলা বন্ধ করে দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত সপ্তাহে সিরিয়ায় ইরান নিয়ন্ত্রিত মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে এ অভিযান শুরু হয়।
প্রশাসনের কর্মকর্তা এবং একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বেসামরিক নাগরিকদের উপস্থিতিরকারণে গত সপ্তাহের অভিযানে মাত্র একটি লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করা হয়- যা সম্প্রতি মার্কিন কর্মীদের উপর রকেট হামলার প্রতিশোধ হিসেবে এসেছে।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, সামরিকভাবে দুই পক্ষের যোগাযোগ পুনরায় স্থাপিত হওয়ার পর বাইডেন দ্বিতীয় বিমান হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রশাসনের এই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির পর বাইডেন প্রশাসন ইরানকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম বাইডেনের সিদ্ধান্তের কথা জানায়, যা শেষ মুহূর্তে আসে দ্বিতীয় টার্গেটে বোমা ফেলার আগে।
গত সপ্তাহে মার্কিন যুদ্ধবিমান যে লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছিল তা ছিল পূর্ব সিরিয়ার একটি লজিস্টিক ওয়েস্টেশন যা পেন্টাগন বলেছে যে ইরান সমর্থিত মিলিশিয়ারা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ১৫ ফেব্রুয়ারি তারিখে উত্তর ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলাকে দায়ী করেছে।
গত সপ্তাহে মার্কিন বোমা হামলার পর থেকে বাগদাদের উত্তর-পশ্চিমে একটি ইরাকি বিমান ঘাঁটি বুধবার সকালে রকেট হামলার শিকার হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বাস করে যে ইরান সমর্থিত মিলিশিয়া সম্ভবত বুধবারের রকেট হামলার জন্য দায়ী, তিনজন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন।
তিন কর্মকর্তা জানান, পেন্টাগন এখনো নিশ্চিতভাবে বলতে রাজি নয় যে বাগদাদের উত্তর-পশ্চিমে আইন আল-আসাদ ঘাঁটিতে কে রকেট উৎক্ষেপণ করেছে, কিন্তু এই হামলা আগের হামলার মত ইরাকি শিয়া মিলিশিয়া সশস্ত্র এবং ইরান সমর্থিত।
কর্মকর্তারা জানান, ঘাঁটিতে ১০টি মাঝারি পাল্লার ১২২ মিমি রকেট আঘাত হানে, যা একটি ট্রাক থেকে পূর্ব দিকে নিক্ষেপ করা হয়। ১৫ ফেব্রুয়ারি উত্তর ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ঘাঁটিতে ১৫ ফেব্রুয়ারির হামলায় ১০৭ মিমি রকেট ছিল।
পেন্টাগনের মতে, আল-আসাদ ঘাঁটির একজন বেসামরিক ঠিকাদার রকেট হামলা থেকে আশ্রয় নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মারা যান। বিশাল এই ঘাঁটিতে প্রায় ১৪শত জোট সৈন্য অবস্থান করছে।
পেন্টাগনের প্রেস সচিব জন কার্বি বুধবার সাংবাদিকদের বলেন যে যুক্তরাষ্ট্র ইরাকি কর্তৃপক্ষের হামলার তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। কার্বি বলেন, "যুক্তরাষ্ট্র প্রয়োজনে সাড়া দেওয়ার অধিকার সংরক্ষণ করেছে, কিন্তু তিনি আরো বলেন যে "কেউ এই পরিস্থিতি দেখতে চায় না।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর কাছাকাছি পূর্ব নীতির মাইকেল নাইটদের মতে, সাম্প্রতিক রকেট হামলার পাশাপাশি মিলিশিয়া দলগুলো ব্যক্তিগত ঠিকাদার কনভয়ের উপর বোমা হামলা চালিয়েছে। কনভয়গুলো ইরাকি নিরাপত্তা বাহিনী নিয়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানী সশস্ত্র মিলিশিয়াদের মধ্যে উত্তেজনার মধ্যে পোপ ফ্রান্সিস শুক্রবার থেকে দেশটিতে এক যুগান্তকারী সফর করতে যাচ্ছেন।
এসজে/এমএম