এম. পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৬ নং খাউলিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা ২৫ বছরেও পাকাকরনের কাজ হয়নি। বৃষ্টি হলেই পানি কাঁদায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির সময় বিপাকে পড়তে হয় শিশু শিক্ষার্থী সহ স্কুল মাদ্রাসাগামী অনেক শিক্ষার্থীকে।
সরেজমিনে জানা গেছে, কেয়ার বাজার হয়ে সন্ন্যাসী ও বাদশা মিয়ার হাট হয়ে খাউলিয়া পর্যন্ত এ দুটি পাকা রাস্তার সংযোগ হিসেবে নিশানবাড়িয়া গ্রামের ২ কিমি. কাঁচা রাস্তাটির অবস্থান। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক সহ স্কুল মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে।
এ রাস্তাটি মোড়েলগঞ্জ পৌর শহর ও উপজেলা, সন্নাসী বাজার এবং কেয়ারের বাজার যাবার একমাত্র পথ। রাস্তাটি খানা-খন্দে ভরে গেছে। রাস্তাটি যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় এ ২ কিমি. রাস্তাটি দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির সময় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। শিশু শিক্ষাথী সহ অনেক শিক্ষার্থীর চলাচল বন্ধ হয়ে যায়।
এ সর্ম্পকে খাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে এ রাস্তায় মাটির কাজ করা হয়েছে। জনদুর্ভোগ লাগবে এখন প্রয়োজন ইটসোলিংয়ের কাজ। এজন্য প্রয়োজন সরকারী বরাদ্ধ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সরকারি বরাদ্ধের প্রেক্ষিতে এসব রাস্তার কাজ পর্যায়ক্রমে হবে।
সময় জার্নাল/এমআই