ইসাহাক আলী, নাটোর: নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতি (৬) ও ফেরদৌসী(৬) নামের দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দোস্তনানগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দুই জমজ শিশু ওই এলাকার মোঃ রাজিকুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই খেলাধুলা করছিলো দুই বোন। দুপুর সাড়ে ১২ টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে খুজাখুজি করতে থাকে। পরে দুপুর আনুমানিক ১ টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই বোনকে ভাসতে দেখে তাদের পুকুর থেকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে যায়।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মোঃ শরিফুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শিশু দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।