শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মাছ-মাংস বাদ দিয়ে সবজমুখী হয়েও অস্বস্তিতে সাধারণ মানুষ

শুক্রবার, মার্চ ১৫, ২০২৪
মাছ-মাংস বাদ দিয়ে সবজমুখী হয়েও অস্বস্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি:

শুক্রবার (১৫ মার্চ) আজ। পবিত্র রমজান মাসের চতুর্থ রোজা ও প্রথম শুক্রবার। বাজারে এসে পণ্যের অস্বাভাবিক দামের কারণে সাধ থাকলেও সাধ্যে কুলিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। মাছ-মাংস খাদ্যের তালিকা থেকে বাদ দিয়ে সবজমুখী হয়েও স্বস্তি পাচ্ছেন না মানুষ। 

বাজার ঘুরে দেখা যায় প্রতিটি সবজির দাম ৬০ টাকার উপরে। ইফতারের বিশেষ উপকরণ লেবুর হালি ৮০ টাকা আর শসা বিক্রি হচ্ছে ১০০টাকা প্রতি কেজি। 

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর-১ কাঁচাবাজার এবং মিরপুর-৬ মসজিদ মার্কেট ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়েও বেড়েছে সব ধরনের সবজির দাম। সেই সাথে বেড়েছে মাছ, মাংস ও ইফতার সামগ্রীর দাম। 

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই গরু মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা প্রতি কেজি  আর খাসি মাংস  ১১০০-১১৫০টাকা প্রতি কেজি। সেই সাথে বেড়েছে ব্রয়লার মুরগীর দাম। প্রতি কেজি ব্রয়লার আজ বিক্রি হচ্ছে ২০৫-২২০ টাকা প্রতি কেজি, লেয়ার ৩১০ টাকা, পাকিস্তানি কক ৩২০ টাকা আর দেশি মুরগী বিক্রি হচ্ছে ৬৭০ টাকা কেজি।

এছাড়াও গরুর বট ৩৫০ টাকা কেজি, মাথার মাংস ৪৫০টাকা কেজি, কলিজা বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি। এছাড়াও মাছের বাজারেও আগুন ১৭০ টাকার তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০টাকা সরপুটি-২০০, কারফু-২৬০, সিলভার কার্প-২৬০,কৈ মাছ-৩২০, গলদা চিংড়ি -১,০০০, পাঙ্গাস-২৭০, শিং মাছ-৪৫০, টাটকিনি-৬০০ টাকা।

মাছ মাংস কিনতে না পারা সাধারণ মানুষের স্বস্তি নেই সবজির বাজারেও। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। ইফতারে সময় মানুষের পছন্দ শসা ও খিড়াই। সেই শসা বিক্রি হচ্ছে ১০০টাকা কেজি আর দেশি খিড়াই ৬০ টাকা কেজি, শরবত তৈরীর মূল উপাদান লেবু বিক্রি হচ্ছে  প্রকারভেদে হালি ৩০-৮০ টাকা। এছাড়া পুদিনা পাতা ৩০ টাকা মুঠি, ধনেপাতা ৮০-২০০ টাকা  কেজি,গাজর ৩৫ টাকা কেজি, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি, ঢেড়স ১০০টাকা, ক্যাপসিকাম ২০০ টাকা, বাধা কপি প্রতি পিস ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ব্রকলি প্রতি পিস ৮০ টাকা, শসা ১২০ টাকা, শিম ৮০ টাকা কেজি, লাউ প্রতি পিস ১০০ টাকা আর টমেটো বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। 

সবজি ব্যবসায়ী হালিম মিয়া জানান, বাজারে সবজির দাম অন্যান্য জিনিসপত্রের চাইতে কিছুটা কম থাকায় তার দোকানে বিক্রি বেড়েছে। অন্যদিকে বাজার করতে আসা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, মাছ মাংসের বাজারে আগুন তাই অনেকটা বাধ্য হয়েক সবজিতে ঝুকছেন। যদিও বাসায় বাচ্চাদের পছন্দ মাছ মাংস কিন্তু সামান্য বেতনের টাকায় সাধ থাকলেও সাধ্যের মধ্যে সবকিছু কেনা সম্ভব হয়না। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল